খাগড়াছড়িতে বিদ্যূতের গ্রিড সাব-ষ্টেশন স্থাপনে ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের চেক বিতরণ

Published: 22 Jun 2015   Monday   
no

no

খাগড়াছড়িতে  বিদ্যূতের গ্রিড সাব-ষ্টেশন  স্থাপনের জন্য জমি অধিগ্রহন করা ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের মাঝে সোমবার ক্ষতিপূরনের অর্থের  চেক অনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে।

গোলাবাড়ী ঠাকুরছড়া স্কুল এন্ড কলেজ মিলনায়তনে  চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির ২৯৮ নং আসনে সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা । জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জান সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন মোঃ মজিদ আলী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, টিএনও সৈকত হোসেন, পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ এর উপ-সহকারী প্রকৌশলী ধর্মদর্শী বড়–য়া । দেবাশীষ রোয়াজা উপস্থাপনায় বক্তব্য রাখেন অধিগ্রহনকৃত জায়গার মালিক বরুন ত্রিপুরা, ৩নং গোলাবাড়াী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান রন্জন ত্রিপুরা, ঠাকুরছড়া গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কানেনজি চাকমা । এসময় ভূমির মালিক, এলাকার গন্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

পরে ঠাকুরছড়ার মহালছড়ায় এলাকায় প্রথম শ্রেনী ধান্য জমি  ছয় একর দশ শতক অধিগ্রহনকৃত ১০ জন ভূমির মালিকদের মাঝে  চার কোটি দশ লাখ ৭৪ হাজার টাকার চেক বিতরণ  করেন প্রধান অতিথি। তবে ভূমি অধিগ্রহনে ৩জনের মালিকানা জটিলতা থাকায় চেক বিতরণ স্থগিত রাখা হয়।

উল্লেখ্য, কাপ্তাই চন্দ্রঘোনা-রাঙামাটি হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৩২/৩৩  গ্রীড লাইন সঞ্চালন সংযুক্ত হওয়ার কথা রয়েছে।।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, খাগড়াছড়িতে এ গ্রিড সাব-ষ্টেশন স্থাপন করা হলে খাগড়াছড়িবাসী   বিদ্যুৎতের যে সংকট  রয়েছে তা দূর হবে। এর মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশন টুয়েন্টি-টুয়েন্টি সফলকে আরও বেগবান করবে। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত