রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে সিএনজি চালিত অটোরিক্সাযোগে একটি চক্র ইয়াবা নিয়ে যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায়। এতে পুলিশ বড়ইছড়ি-রাঙামাটি সড়কে বারঘোনা এলাকায় সিএনজি থামিয়ে তল্লাশী চালায়। এসময় ২০ থেকে ২৫ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হল হুমায়ুন কবির (৩০), চন্দন দাশ (৩০), রফিকুর ইসলাম (৩১)। এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বারঘোনা কেপিএম আবাসিক এলাকার ছাদেকের ঘোনা, চান্দিমা সিনেমা হল প্রাঙ্গন, কালাম সাহেবের লাইনের পিছনে কাঁচা ঘরে, কাটাপাহাড় এলাকায় রমরমা ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চলছে আসছে প্রকাশ্যে।
কাপ্তাই থানার এসআই কামাল উদ্দিন জানান, এ ঘটনায় কাপ্তাই থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.