খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নে জামতলী মায়াফা পাড়ায় দিলুকা ত্রিপুরা(১৫) নামের এক আদিবাসী ছাত্রী বিষপানে আত্নহত্যার খবর পাওয়া গেছে। তবে লাশ কোন প্রকার ময়না তদন্ত ছাড়াই দাহ-ক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মতে, জেলার দীঘিনালা উপজেলা বোয়ালখালী ইউনিয়নে জামতলী মায়াফা পাড়ায় হস্তি ত্রিপুরার মেয়ে ও দীঘিনালা হাসিন সনপুর হাইস্কুলের দশম শ্রেনীর ছাত্রী দিলুকা ত্রিপুরা বৃহষ্পতিবার নিজ রুমে ডাইমেক্রন বিষ পান করে। খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান তার অবস্থা অবনতি হওয়ায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে, স্কুল ছাত্রীর লাশ কোন প্রকার ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার সকালে মায়াফা পাড়া মহাস্মশানে দাহ না করে বিকল্প পাহাড়ের নিজস্ব জায়গায় এ দাহ-ক্রিয়া সম্পন্ন করা হয়। ফলে মৃত্যুর ঘটনা নিয়ে এলাকার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নানা প্রশ্ন, সন্দেহ দেখা দিয়েছে। তবে স্থানীয় সংসদ সদস্যর অনুরোধের কারণে লাশ ময়না তদন্ত ছাড়াই দাহ করার জন্য অনুমতি দেয়া হয়েছে বলে খাগড়াছড়ি জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের কাছে লিখিত আবেদনে উল্লেখ রয়েছে ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো জানান, বিষপানে এক স্কুল ছাত্রী মারা যাওয়ার কথা শুনেছি । তবে এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,