কাউখালীতে মাসব্যাপী নৃত্য,সঙ্গীত ও হস্ত শিল্প প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

Published: 26 Jun 2015   Friday   

রাঙামাটির কাউখালীতে মাস ব্যাপী পাহাড়ীদের ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত ও বাঁশ বেতের হস্তশিল্পের উপর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলার সংস্কৃতি চর্চা, প্রসার, উন্নয়ন ও সংরক্ষনের লক্ষে মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন। 

কাউখালীর ঘাগড়া কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরৗ। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক রুনেল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থুইমং মারমা, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের কালচারাল অফিসার শোভিত চাকমা, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের সঙ্গীত শিক্ষক সুরেশ ত্রিপুরা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন। পরে প্রাপ্ত প্রশিক্ষনার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মাস ব্যাপী প্রশিক্ষনে কাউখালী উপজেলার ১৫জন নৃত্য প্রশিক্ষনার্থীকে পাহাড়ীদের বোতল, বাঁশ, ছাতা, জুম, পাখা নৃত্যের উপর প্রশিক্ষক হিসেবে ইতি চাকমা, ১৫জন সঙ্গীত শিল্পীকে বিজ্ঞান্তর তালুকদার এবং ২৫জন বাঁশ বেত হস্তশিল্পে বিন্দু কুমার ও প্রসন্ত লতা চাকমা প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম চৌধুরৗ বলেন, একটি জাতির পরিচয় হচ্ছে তার ভাষা তার সংস্কৃতি। বিশেষ পার্বত্যাঞ্চলে বসবাসরত পিছিয়ে পড়া নৃ-গোষ্ঠীরা প্রশিক্ষণের অভাবে নিজেদের ঐতিহ্য হারাতে বসেছে। তিনি সরকারের পাশাপাশি পার্বত্যাঞ্চলের সকল জাতির সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত