রামগড়ে বৈদ্য আলম অস্ত্র ও মাদকসহ আটক

Published: 27 Jun 2015   Saturday   

খাগড়াছড়ির রামগড়ের দক্ষিণ গর্জনতলী এলাকায় নুরুল আলম মজুমদার ওরফে প্রতারক আলম বৈদ্য (৩৫) কে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করেছে পুলিশ।শনিবার তার নিজ বাড়ী থেকে তাকে  আটক করা হয় । সে নিজেকে  আর্ন্তজাতিক বৈদ্য বলে পরিচয় দেয়।

পুলিশ জানায়, রামগড়ের দক্ষিণ গর্জনতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালানো। এসময় নুরুল আলম মজুমদার ওরফে প্রতারক আলম বৈদ্য পুলিশের উপস্থিতি টের পেয়ে এয়ারগান নিয়ে পালানোর সময় পুলিশ আটক করে। এসময় তার বাড়ি থেকে এক বক্স বুলেটসহ একটি বিদেশি এয়ারগান, দারালো দা ২টা, দামা ২টা, চাপাতি ১টা, চাকু ৫টা, গাঁজা ৫০০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১০টি, মাঁথারখুলি ২টা, হাতের কংকাল ১টা, জাদুর লাঠি ১টা, বিদেশী মদের খালী বোতল ১০টা, পশুর চামড়া ১টা, ম্যাজিক কনডম ১টাসহ মাদক সেবন ও জাদুকরী অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক বৈদ্য এলাকায় প্রভাব বিস্তারকারী প্রতারক আলম বৈদ্য সিসি ক্যামেরা ঘেরা সুরক্ষিত বাড়ীতে দীর্ঘ কয়েক বছর যাবত স্থানীয় ও দুরদুরান্ত থেকে আসা সাধারণ মানুষকে তাবিজ, তুমার, স্বর্ণের হাড়ি-পিলার সন্ধান করে দেয়ার লোভনীয় প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াসহ তার বাড়িতে নিয়মিত বিদেশী মদ, ইয়াবা সহ যাবতীয় মাদক সেবন ও ব্যবসা করে আসছে।

রামগড় থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ আলম বৈদ্যকে আটক করা হয়েচে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত