৩০ জুন লাল কার্ড প্রদর্শন করবে ৮ গণসংগঠন

Published: 28 Jun 2015   Sunday   

৩০ জুন সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী আইন পাসের ৪ বছর  উপলক্ষে  পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত ৮গণসংগঠন বিতর্কিত ‘পঞ্চদশ সংশোধনী আইন’ ও পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দমনমূলক ‘১১ নির্দেশনার’ প্রতি লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করবে।

ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, গুরুত্বপুর্ণ স্থান, হাটবাজার ও সড়কে এ কর্মসূচি নির্ধারিত সময়ে একযোগে পালিত হবে।

রোববার ৮গণসংঠনের কনভেনিং কমিটির সদস্য সচিব অংগ্য মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এক থা জানানো হয়েছে।

প্রেস বার্তায় বলা হয়, বিতর্কিত “পঞ্চদশ সংশোধনী আইন” ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দমনমূলক “১১ নির্দেশনাকে” সুস্পষ্টভাবে সরকারের হিসেবে সাব্যস্ত করেছে এবং এর জবাবে “লাল কার্ড প্রদর্শনই” যথোপযুক্ত। তাই  জনগণই হল প্রকৃত ক্ষমতার উৎস। নির্বাচনের দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নাগরিকের যেমন ভোট প্রদানের ক্ষমতা রয়েছে, তেমনি গণবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনগণ রেফারির মত লাল কার্ড প্রদর্শন করার অধিকারী।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১১ সালে ৩০ জুন আওয়ামী লীগ সরকার তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী বিল পাসের মাধ্যমে দেশের সকল সংখ্যালঘু জাতিসমূহের উপর জোরপূর্বক উগ্র “বাঙালি জাতীয়তা” চাপিয়ে দেয়, যা পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত ভিন্ন ভাষাভাষী সংখ্যালঘু জাতিসমূহ মেনে নেয়নি। বিতর্কিত এ বিল পাসের প্রতিবাদে ইউপিডিএফ ও এ দলভুক্ত গণতান্ত্রিক যুব ফোরামসহ অন্যান্য সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামে কাল পতাকা উত্তোলন, সর্ববৃহৎ মানববন্ধন, তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধ, প্রতিবাদ সমাবেশ, লাল পতাকা মিছিল সহ নানা কর্মসূচি পালন করে। দেশের অন্যত্রও ভিন্ন ভাষা-ভাষী জাতিসমূহ এ অন্যায় আইনের প্রতিবাদ জানায়। পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে এত প্রবল প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও সরকার বির্তকিত আইনটি বাতিল করে নি। এছাড়া দমন-পীড়ন জারি রাখতে পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক অগণতান্ত্রিক দমনমূলক “১১ নির্দেশনা” জারি করেছে।

প্রেস বার্তায়  ৮গণসংগঠনের কনভেনিং কমিটির পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্থানীয় সংগঠনসমূহকে এ কর্মসূচি সফল করার মাধ্যমে নিজ নিজ জাতীয়তার পরিচিতি তুলে ধরতে স্ব স্ব এলাকায় সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত