রাঙামাটিতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবিতে রোববার বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।
পিসিপির জেলা শাখার উদ্যোগে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য নিত্যলাল চাকমা, জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক উখিংহ্লা মার্মা, রোয়াংছড়ি উপজেলা শাখার সভাপতি মংনুপ্রু মার্মা, সদর উপজেলার সাধারণ সম্পাদক গোপাল চাকমা, কলেজ শাখার সাধারণ সম্পাদক প্রনু অং মার্মা প্রমুখ। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি জেলার শাখার সভাপতি উবাচিং মার্মা। সমাবেশ শেষে পিসিপি নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে।
সমাবেশে বক্তারা বলেন, তিন পার্বত্য জেলায় প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার অবস্থা খুবই নাজুক। তিন পার্বত্য জেলা পরিষদের অধিনে ন্যস্ত প্রাথমিক শিক্ষা বিভাগ। নেতারা অভিযোগ করেন তিন পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম রয়েছে। দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আজ ভঙ্গুর প্রায়। এছাড়া পার্বত্য চট্টগ্রামে তিন জেলা সদরে যে কলেজগুলো রয়েছে সেগুলোর অবস্থাও তেমন ভালো নয় বলে জানানো হয়। দীর্ঘ দিনে দাবির পরও এখনো বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা হয়নি। কলেজগুলোতে কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে নামে মাত্র। অনার্স কোর্স থাকলেও কলেজগুলোতে রয়েছে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব।
বক্তারা আরও বলেন, যেখানে প্রাথমিক ও কলেজগুলোর এই অবস্থা সেখানে সরকার মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন সম্পূর্ণ চুক্তি বিরোধি। চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) মতামতকে উপেক্ষা করে গুরুত্বপূর্ণ কোনোকিছু বাস্তবায়ন করা যা পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে আবার জটিল করে তুলবে এমনটাই মত প্রকাশ করেছেন। এবারের চলতি বাজেটে পার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে সরকার বিমাতা সুলব আচরণ করেছে বলে অভিযোগ তুলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.