পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

Published: 30 Jun 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়নের দাবীতে পার্বত্য চট্টগ্রাম জনংসংহতি সমিতি বিক্ষোভ-সমাবেশ করেছে ।

জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি অরবিন্দু চাকমার সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির  জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ত্রিজিনাথ চাকমা। বক্তব্যে জনসংহতি সমিতির নেতা  পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির নেত্রী  জোনাকি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক অধিরাম চাকমা, জনসংহতি সমিতির পৌর কমিটির সভাপতি শান্তি মুকুল  চাকমা,  হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী রিমিতা চাকমা। স্বাগত বক্তব্যে দেন বব মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংহতি সমিতির নেতা পদ্মেলাচন চাকমা। 

এর আগে একটি প্রতিবাদ সমাবেশ  জনসংহতি সমিতির  জেলা শাখার কার্যালয় চত্বর  থেকে শুরু হয়ে বনরুপা ঘুরে গিয়ে  জেলা প্রমঅসন কার্যালয় চত্বরে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে রোডম্যাপ কর্মসূচি ঘোষনার জন্য অহসহযোগ আন্দোলনের কর্মসূচি দেয়া হলেও  এখনো কোন কর্মসূচি নেই। উপরন্তু সরকার চুক্তি বাস্তবায়ন দূরের কথা পার্বত্য চুক্তি লংঘন করে চলেছে। তাই চুক্তি বাস্তবায়নে গণতান্ত্রিক কর্মসূচি থেকে যদি অগণতান্ত্রিক আন্দোলনে রুপ নিলে কোন অনাকাংখিত ঘটনা ঘটে তার জন্য সরকারই দায়ী থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত