মঙ্গলবার বরকলে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরকল উপজেলা খেলার মাঠে জনসংহতি সমিতি বরকল থানা শাখার আয়োজিত সমাবেশে প্রধান অথিতি ছিলেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা। সংগঠনের উপজেলা শাখার সভাপতি উৎপল চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিধান চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা জ্ঞান জ্যোতি চাকমা থানা পিসিপির সাধারণ সম্পাদক পুলিন চাকমা সুবলং ইউপি চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা ভূষণছড়া ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চাকমা ও আইমাছড়া ইউপি চেয়ারম্যান শ্যামরতন চাকমা প্রমূখ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা খেলার মাঠ থেকে শুরু হয়ে বাজার এলাকা ও উপজেলা কমপ্লেক্স প্রদক্ষিণ করে আবারও খেলার মাঠে গিয়ে শেষ হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় হাজার নারী পুরুষ চুক্তি বাস্তবায়নের দাবীতে সোচ্চার হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) গত বছর ২৯ নভেম্বর ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩০ এপ্রিল ২০১৫ এর মধ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ১মে থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সেই বেধে দেয়া চুড়ান্ত সময় শেষ হয়ে গেলেও সরকার চুক্তি বাস্তবায়নের কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
বক্তারা আরও বলেন, ১৯৯৭ সালে আওয়ামীলিগের নের্তৃত্বে মহাজোট সরকারের সময়ে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হলেও দীর্ঘ ১৭ বছর অতিক্রান্ত হলেও চুক্তি বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়নি বর্তমান সরকার। চুক্তি বাস্তবায়নতো দুরের কথা বরংশ চুক্তিকে অকার্যকর করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।
বর্তমান সরকার জনসংহতি সমিতির সদস্যদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে যদি মনে করেন যে জনসংহতি সমিতি দুর্বল হয়ে গেছে তারা আর কোন আন্দোলন করতে পারবে না উল্লেখ করে বক্তারা বলেন, যদি সরকার দুর্বল মনে করে তাহলে রাজনৈতিক ভাবে বড় ভুল করবে। জনসংহতি সমিতির সদস্যরা অস্ত্র জমা দিয়েছে কিন্তু প্রশিক্ষণ জমা দেননি। অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করলে পার্বত্য চট্টগ্রাম আবারও অশান্ত হয়ে উঠবে। তার জন্য বর্তমান সরকার দায়ী থাকবে বলে বক্তারা হুশিয়ারী করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.