মঙ্গলবার জুরাছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরজেএসএস) উপজেলা শাখার উদ্যোগে উপজেলা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসএসের রাঙামাটি জেলা কমিটির ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক রনজিৎ দেওয়ান। রাঙামাটি আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদারের নিজস্ব প্রতিনিধি ও জুরাছড়ি জেএসএসের সভাপতি মায়া চান চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা প্রমূখ। করেনে। জুরাছড়ি জেএসএসের সাধারণ সম্পাদক সমিত চাকমার ধারা সঞ্চলনায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, হেডম্যান প্রতিনিধি মায়া নন্দ দেওয়ান, জেএসএসের অন্যতম নেতা ¯েœহ বিকাশ চাকমা, যুব সমিটির সভাপতি সুজিত রায় চাকমা, বিবৃতি পাঠ করেন, জুরাছড়ি পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি বিশ্ব জিৎ চাকমা।
এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ প্রঙ্গন থেকে শুরু হয়ে থানা, যক্ষাবাজার ঘুরে গিয়ে উপজেলা বাজার সংলগ্ন উপজেলা পরিষদ কার্যালয় সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা ও জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানরা অংশগ্রহন করেন।
নিরন্তর গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে চুক্তি বাস্তবায়নের বাধ্য করা হবে সরকারকে উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন,যথা সময়ে যদি সরকার সময় সূচী ভিত্তিক চুক্তি বাস্তবায়নের উদ্যোগ গ্রহন না করে-দেশের অনাকাক্ষিত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে। পার্বত্যবাসী চুক্তি বাস্তবায়নে আর কালেক্ষাপন করতে চাইনা-চুক্তি পূর্ন বাস্তবায়ন চায়। চুক্তি বাস্তবায়নের লক্ষে পার্বত্যবাসী সবকিছই করতে পারে। এমনকি নিজেদের জীবনও বলি দিতে প্রস্তুত রয়েছে।
বক্তারা বলেন, তিন পার্বত্য জেলা পরিষদে সাধারণ প্রশাসন, স্থানীয় পুলিশ, আইন-শৃঙ্খলা, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা হস্তান্তর না করে ডেপুটি কমিশনার ও পুলিশ সুপারের মাধ্যমে এবং অপারেশন উত্তরণ জারী করে সেনা বাহিনীকে কর্তৃত্ব দিয়ে উপনিবেশিক কায়দায় তিন পার্বত্য জেলার সাধারণ প্রশাসন, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা নিয়ন্ত্রন করে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিদের্শনার মাধ্যমে জেলা প্রশাসন, সেনা বাহিনী ও বিজিবির উপর অধিকতর ক্ষমতা ন্যস্ত করে সরকার পার্বত্য চুক্তি পরিপন্থী ও বর্ণবাদী কার্যক্রম বাস্তবায়ন করেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রনজিৎ দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে একপাশে রেখে চুক্তি বিরোধী ও জুম্ম-স্বার্থ পরিপন্থী কার্যক্রম গ্রহণের ফলে সরকার চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এক চরম অনিশ্চিয়তার মধ্যে পতিত করছে। জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব ও আবাসভূমির অস্তিত্ব বিলুপ্তর দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.