মঙ্গলবার কাউখালীতে পৃথক পৃথকভাবে দুটি সংগঠন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিলের দাবেিত ও স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের পার্বত্য চট্টগ্রামে দমনমূলক ‘১১ নির্দেশনার’ প্রতি লাল কার্ড প্রদর্শন করে ইউপিডিএফ।
কাউখালী শাখার জেএসএস ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশে সংগঠনের উপজেলা শাখার সভাপতি সুভাষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেএসএস’র জেলা শাখার সাংগঠনিক সম্পাকদ শরৎ জ্যোতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেএসএস’র জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাকদ সুপ্রভা চাকমা। বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি বাচ্চু চাকমা, কাউখালী শাখার সভাপতি কাজল চাকমা, ক্ষিরোদ চাকমা প্রমূখ। এর আগে চট্টগ্রাম-রাঙামাটি মহসড়কের ঘাগড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
অপরদিকে কাউখালী উপজেলা সদর ও বেতবুনিয়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র তিন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন মানববন্ধন ও সমবেশ করেছে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় শাখার সদস্য রূপন মারমা, ইউপিডিএফ এর সমন্বয়ক পুলক জ্যোতি চাকমা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা শাখা পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি কংচাই মারমা। এসময় নেতৃবৃন্দ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ও পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের দমনমূলক ‘১১ নির্দেশনার’ প্রতি লাল কার্ড প্রদর্শন করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.