মঙ্গলবার কাপ্তাই উপজেলায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওয়াগ্গা ইউনিয়ন প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে কাপ্তাই উপজেলা জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি বিক্রম মারমার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেএসএস সহ-সভাপতি মংনুংচিং মারমা। বিশেষ অতিথি ছিলেন জেএসএস সহ-সভাপতি জন চাকমা,কাপ্তাই উপজেলা জেএসএস সাংগঠনিক সম্পাদক খ্যাইচাঅং মারমা, জেলা যুব সমিতি নেতা মেফামং মারমা, জনসংহতি নেতা সুইপ্রু মারমা, পিসিপি কেন্দ্রীয় সহ-সভাপতি অরুন ত্রিপুরা, যুবসংহতি সভাপতি চথোয়াইমং মারমা, কাপ্তাই উপজেলা পিসিপি সাধারণ সম্পাদক ধনঞ্জয় তনচংগ্যা, সভাপতি এচিমং । অনুষ্ঠান সঞ্চালনা করেন জেএসএস সাধারণ সম্পাদক সাইমং মারমা।এর আগে একটি মিছিল কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওয়াগ্গা ইউনিয়ন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ।
সমাবেশে সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে নানাভাবে তালবাহানা করছে অভিযোগে বক্তারা চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে যেকোন সময় তুষের আগুনের মত জ্বলে উঠতে পারে পার্বত্যাঞ্চল হুশিযারী উচ্চারণ করেন। জনসংহতি সমিতির নেতা কর্মীরা অস্ত্র জমা দিয়েছে কিন্তু প্রশিক্ষন জমা দেয়নি, বিষয়টি সরকারের মাথায় রাখা উচিত। বক্তারা কালক্ষেপন না করে চুক্তির পূর্ণ বাস্তবায়ন, পার্বত্য পরিষদসমূহের আইন কার্যকর করতে হবে, ভূমি কমিশন আইন সংশোধন করতে হবে, সেনা ক্যাম্প প্রত্যাহার, অপারেশন উত্তরণ ব্যবস্থা বন্ধের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.