লামায় জেএসএস’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Published: 30 Jun 2015   Tuesday   

বান্দরবানে লামা উপজেলায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার উদ্যোগে  লামা প্রেস ক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেএসএস লামা উপজেলার শাখার সভাপতি অংগ্যা মং মার্মা। জেএসএস উপজেলা শাখার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন আসাম লামা,জেএসএস নেতা মংক্যালা মার্মা, চংপাত মুরুং প্রমুখ।  এর আগে একটি বিক্ষোভ-মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা  সরকার মুখে পার্বত্য চুক্তি বাস্তবায়ন নামে জুম্ম জনগণের সাথে প্রতারণা করে চলেছে। বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবী জানান।

জেএসএস-এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন আসাম অভিযোগ করে বলেন, লামা উপজেলায় কোম্পানী বনায়নের নামে রুপসীপাড়ায় ইউনিয়নে গাজী গ্রুপ, সরই ইউনিয়নে কোয়ান্টাম, ফাঁসিয়াখালী ইউনিয়নে লাদেন গ্রুপ, নাইক্ষ্যংছড়ি উপজেলায় হামিম গ্রুপ অবৈধ ভাবে হাজার হাজার একর জুম্ম জনগনের জমি দখল করেছে। অতিশ্রীঘ্রই তাদের উচ্ছেদ করে গরীব জুম্ম জনগনের জায়গা ফিরিয়ে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।  অন্যথায় জুম্ম জনগণ যে কোন কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত