রাঙামাটিতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মত বিনিময় সভা

Published: 24 Sep 2014   Wednesday   

যথাযথ ধর্মীয় মর্যাদা এবং উৎসব মুখর পরিবেশে পার্বত্য জেলা রাঙাটিতে ৪০ টি পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব  পালন করা হবে।   ইতিমধ্যে সকল পূজা মন্ডপে প্রতিমা নির্মানের কাজ শেষ হয়েছে। শারদীয় দূর্গোৎসব পালন উপলক্ষে রাঙামাটির বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের সাথে জেলা প্রশাসনের এক মত বিনিময় সভায় এই তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ,  অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তফা জামান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর দে, সম্পাদক পঞ্চানন ভট্টাচায্য  সহ বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় বলা হয়, শারদীয় দূর্গোৎসব যাতে শান্তিপূর্ন, নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে হয় সে লক্ষে সকল পূজা মন্ডপ গুলোতে আইন-শৃংকলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত করা হবে। এছাড়া পূজা মন্ডপে আগত  দর্শনার্থীরা যাতে সহজে  যাতায়াত করতে পারে সে লক্ষে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করা হবে।শারদীয় দূর্গোৎসব এ রাঙামাটির বিভিন্ন পুজা মন্ডপ গুলোতে জেলা পরিষদের পক্ষ থেকে ৪০ মেট্টিক টন এবং  জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮ মেট্টিক টন খাদ্যশষ্য  প্রদান করা হচ্ছে বলে সভায় জানানো হয়।সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ  সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং  পূজা মন্ডপগুলোতে আইন-শৃঃখলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্ব উদ্যোগে স্বেচ্ছা সেবক নিয়োজিত রাখার কথা জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত