বরকল পুলিশ নারী নির্যাতনের অভিযোগে মোঃ অলি উল্লাহ (২৫) নামে এক ব্যবসায়ীকে গ্রফতার করেছে।
পুলিশ জানায়, বরকল বাজারের গরীব দিনমজুর নুরুল ইসলামের মেয়ে নাসিমা আক্তার (১৩) কে অভাবের সুযোগ নিয়ে আটক অলি উল্লাহ নানাভাবে প্রলোভিত করে সামান্য টাকা পয়সা দিয়ে নাসিমা ও তার পরিবারকে সহযোগিতা করতো। এ সুযোগে পাশের দোকানদার সাহেরা বেগমের সহায়তায় তার দোকানের পিছনে নিয়ে নাসিমা আক্তারের সাথে প্রায় সময় দৈহিক সর্ম্পক করতো অলিউল্লাহ। পরে নাসিমা আক্তার গর্ভবতী হলে তার পরিবার জানতে পেরে বরকল থানায় অভিযোগ করে। অভিযোগের পরে ২৯ জুন অলিউল্লাহকে পুলিশ গ্রেফতার করে এবং মঙ্গলবার জেলে প্রেরণ করেছে।
এদিকে নাসিমা আক্তার কে ডাক্টারী পরীক্ষার জন্য প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তার বয়স নির্ধারণের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
বরকল থানার অফিসার্স ইনচার্জ নীলু কান্তি বড়ুয়া জানান, অলিউল্লাহ লম্পট প্রকৃতির লোক। গরীব অসহায়ত্বের সুযোগে নাসিমা আক্তারকে নানাভাবে প্রলোভিত করে তার সাথে প্রায় সময় দৈহিক সর্ম্পক করে গর্ভবতী করেছে। এ অনৈতিক কাজে সহায়তা করতো পাশের দোকানদার টেইলার সাহেরা বেগম। তাকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, নাসিমা আক্তার বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.