খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে মোঃ খোকন মিয়া(২৫) নামে একজন আত্মহত্যা করেছে। বুধবার মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানাায়, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে খোকন তার মা ও স্ত্রীকে মারধর করে এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মোল্লাপাড়া এলাকার গদার বাগান নামক স্থানে কাঁঠাল গাছে বেতের রশিতে ঝুলিয়ে আত্মহত্যা করে ধারনা। বুধবার দুপুরের দিকে গদার বাগানে ট্রাক্টর শ্রমিকরা লাকড়ি নিতে গিয়ে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে পাড়া-প্রতিবেশীকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ।খোকন মিয়া উপজেলা ৫নং উল্টাছড়ি ইউপির মধ্য মোল্লাপাড়া গ্রামের মৃত আবদুল কাদের ও জোহরা খাতুনের ছেলে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারে কেউ সু-নির্দিষ্ট অভিযোগ পেলে মামলা নথিভূক্ত করা হবে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.