বান্দরবানে তিন হাজার পিস ইয়াবাসহ এক বৌদ্ধ ভিক্ষু আটক

Published: 01 Jul 2015   Wednesday   

বান্দরবানের শহরের গোরস্থান  মসজিদ সংলগ্ন এলাকা থেকে বুধবার তিন হাজার পিস ইয়াবাসহ এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। তার নাম ওয়ানাসারা ভিক্ষু(৩৩)। আটকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

গোয়েন্দা সংস্থা এনএসআই- এর উপ-পরিচালক মোঃ শাহজাহান জানান, বুধবার সকালে ক্রেতা সেজে ফাঁদ পেতে ওয়ানাসারা ভিক্ষুকে লামা উপজেলার গজালিয়া থেকে বান্দরবান  শহরে ডেকে আনা হয়। পরে শহরের গোরস্থান  মসজিদ সংলগ্ন এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ ওই  বৌদ্ধ ভিক্ষুকে আটক করা হয়। আটক বৌদ্ধ ভিক্ষু  প্রাথমিক জিজ্ঞাসাবাদে  লামার গজালিয়া ইউনিয়নের কম্বোনিয়া এলাকার একটি বৌদ্ধ বিহারে থাকেন বলে জানিয়েছেন। তার পিতার নাম থুই শৈ ওয়া।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্র  জানায় আটক বৌদ্ধ ভিক্ষু দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করতো।  তার বাড়ী মায়ানমারে ধারনা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত