চুক্তির আলোকে পার্বত্যাঞ্চলে উন্নয়নে জেলা পরিষদের সাথে কাজ করতে জাপান সরকার অগ্রহী

Published: 01 Jul 2015   Wednesday   

পার্বত্য এলাকায় উন্নয়ন চাহিদা নিরূপণের জন্য জাপান ইন্টারর‌্যাশনাল কোপারেশন এজেন্সি(জাইকা)-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বুধবার রাঙামাটিতে সফর করেছেন।সফরকালে প্রতিনিধি দলটি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় প্রতিনিধি দলটি সাক্ষাতকালে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত তিন পার্বত্য জেলা পরিষদগুলোর সঙ্গে কাজ করতে জাপান সরকার অগ্রহী বলে জানান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার জাইকার বাংলাদেশস্থ প্রধান প্রতিনিধি মিকিও হাটাইডার নেতৃত্বে ৫সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পার্বত্য এলাকায় উন্নয়ন চাহিদা নিরূপণের জন্য রাঙামাটি সফরে আসনে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সিনিয়র উপদেষ্টা(পিস বিল্ডিং) ইরি কুমোকাই, দক্ষিন এশিয়ার জোনের প্রোগ্রাম অফিসার মামী ইয়ামাওকা, প্রজেক্ট ফরমুলেশন এডভাইজার হিরোকি ওটানেবল এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার অনিসুজ্জামান চৌধুরী।

প্রতিনিধি দলটি সফরের প্রথমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে চেয়াম্যান কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা এবং জাইকা টিমের সঙ্গে সফরসঙ্গী ও ইউএনডিপির-সিএইচডিপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর প্রসেনজিৎ চাকমা।

সাক্ষাতে জাইকার জাইকার প্রধান প্রতিনিধি মিকিও বলেন, জাপান সরকার বাংলাদেশে বিভিন্ন খাতে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। জাপান বাংলাদেশ সরকারের একটি বৃহৎ উন্নয়ন সহযোগি দেশ। বিভিন্ন এনজিও এবং সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে জাইকা কাজ করে এলেও তিন পার্বত্য জেলা পরিষদের সঙ্গে সরাসরি কোন কাজ করেনি। জাপান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত তিন পার্বত্য জেলা পরিষদগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী। এ এলাকার উন্নয়ন চাহিদা নিরূপণের জন্য এ জাইকার টিমের সফরে এসেছে।

এসময় পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা জাইকা টিমকে স্বাগত জানিয়ে বলেন, জাপান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে তিন পার্বত্য জেলা পরিষদের সঙ্গে কাজ করলে তার পরিষদ সর্বাত্মক সহযোগিতা করবে। বর্তমানে বিভিন্ন সরকারি কার্যক্রম পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী তিন পার্বত্য জেলা পরিষদ এ এলাকার সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু। হস্তান্তরিত বিভাগগুলোর সমন্বয়ে জাইকা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে পারে। বিশেষ করে এলাকার কৃষি, যোগাযোগ, শিক্ষা, মৎস্য, প্রাণীসম্পদ খাতে জাইকা সহযোগিতা করলে এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।

জাইকা প্রতিনিধিরা তিন পার্বত্য জেলা পরিষদের রাজস্ব আয়, জেলার উন্নয়ন কার্যক্রমের সমন্বয় বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয়, তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা কিভাবে গ্রহণ করা হয় সে সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন।

পরিষদ চেয়ারম্যান প্রতিনিধিদের সকল প্রশ্নের উত্তর দেন এবং জাপানের সরকারের পার্বত্য চট্টগ্রামের মানুষের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আগ্রহের জন্য ধন্যবাদ জানান। তিনি আশ প্রকাশ করে বলেন,জাপান সরকারের সহযোগিতায় রাঙামাটি জেলার হর্টিকালচার, কৃষি, প্রাণীসম্পদ, মৎস্য, প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং প্রাথমিক শিক্ষা খাতে এলাকার মানুষের জীবন মান প্রভূতভাবে উন্নতি লাভ করবে।

এদিকে একটি সূত্রে জানা গেছে, জাইকার প্রতিনিধি দলটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে স্বাক্ষাত শেষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার(সন্তু লারমা) সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। পরে প্রতিনিধি দলটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীনের সাথে তার অফিস কক্ষে সাক্ষাত করেন। বৃহস্পতিবার প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্য রওনা দেয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত