রাঙামাটির পাহাড়ের চূড়া থেকে দুটি বন্য হাতির মৃত দেহ উদ্ধার

Published: 02 Jul 2015   Thursday   

রাঙামাটির কাপ্তাই উপজেলার জীবতলী ইউনিয়নের একটি পর্যটন স্পটের পাশের পাহাড়ের চূড়া  থেকে বন্য হাতির দুটি মৃত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বন বিভাগের লোকজন এ দুটি মৃত হাতি উদ্ধার করেন। বিদ্যূতায়িত হয়ে হাতি দুটি মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।

জানা গেছে,কাপ্তাই উপজেলার জীবতলী ইউনিয়নের একটি পর্যটন স্পট এলাকার পাশে বুধবার ১০ থেকে ১২ ফুট উচ্চতা পাহাড়ের চূড়ায় দুটি বন্য হাতির গলিত মৃত দেখতে পায়। পরে স্থানীয় এলাকাবাসীরা রাতে বন বিভাগকে খবর  দিলে বৃহস্পতিবার সকালের দিকে  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক সামশুল মুহিত চেীধুরী,পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন,কাপ্তাই পাল্ডউড বাগান বিভাগীয় প্রধান অ.ন.ম আবদুল ওয়াদুদ, ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা শাহজাহান ও শফিকুল আলম সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে হাতি দু’টির মৃত দেহ অবস্থায় দেখতে পান। এশিয়ান প্রজাতির মৃত দুটি বন্য হাতি থেকে এলাকার পচা দুর্গন্ধ চারিদিকে ছড়াচ্ছে। ধারনা করা হচ্ছে ৫  থেকে ৭ দিন আগে হাতি দুটি  মারা গেছে। ঘটনাস্থল  থেকে  বন বিভাগের ভেটেনারি  চিকিৎসক মৃত হাতি দুটির বিভিন্ন আলামত  সংগ্রহ করে চট্টগ্রাম ভেটেনারী ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো  হয়েছে।  ময়নাতদন্তের শেষে ওই এলাকায় গর্ত করে হাতি দুটিকে মাটি চাপা দেয়া হয়েছে। এ ব্যাপারে কতোয়ালী থানায় বন বিভাগের পক্ষ থেকে একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

এদিকে, বন বিভাগের কর্মকর্তারা বন্য হাতি দুটি কি কারণে মারা গেছে সঠিক কোন তথ্য দিতে পারেনি। তবে স্থাণীয় লোকজনসহ অনেকেই ধারনা করছেন হাতি দুটি যেখানে মারা গেছে সেখানকার পাহাড়ের চুড়ার উপর দিয়ে ১১কেভি ভোল্টের বিদ্যূতের অনেকটা নিচু অবস্থায় রয়েছে।  গত কয়েক দিনে টানা বৃষ্টির কারণে এবং লতাপতায় সাথে জড়ানো বিদূতের তারের হয়তো বিদ্যূতায়িত হয়ে হাতি দুটি মারা যেতে পারে।
জীপতলী ইউপি  চেয়ারম্যান সুদত্ত চাকমা জানান, বাচ্চাসহ প্রায় ৩০ থেকে ৩২টি বন্য হাতি পালের  জীপতলীসহ আশপাশ এলাকায় বিচরণ রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় লোকজন তাকে জানিয়েছে  জীবতলীর একটি পর্যটন স্পট এলাকার পাশে পাহাড়ের চুড়ায় দুটি বন্য হাতি মারা গেছে। তবে কি কারণে মারা গেছে তিনি জানাতে পারেননি।   

এদিকে, রাঙামাটি জেলা পশু সম্পদ বিভাগের চিকিৎসক ডা.দেবরাজ চাকমা জানান, হাতি দুটি মৃত দেহ পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতায়িত মারা  গেছে।  

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন বন্য হাতি দুটির মৃত্যর সত্যতা স্বীকার করে জানান, ১০থেকে ১২ ফুট উচ্চ পাহাড় থেকে উদ্ধার করা  মৃত দুটি হাতির মধ্যে একটি ছোট ও অপরটি বড়। এর মধ্যে একটি হাতির পেট  থেকে নাড়িভূড়ি বের হয়ে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।  ধারনা করা হচ্ছে ৫ থেকে ৭দিন আগে হাতি দুটি মারা গেছে।

তিনি মৃত হাতির দুটির শরীরে কোন গুলি বা আঘাতের চিহৃ পাওয়া যায়নি উল্লেখ করে আরও জানান, বন্য হাতি দুটি যে স্থানে মারা গেছে  সেখানে ১১কেভি ভোল্টের বিদূতের তার রয়েছে। ধারনা করা হচ্ছে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির সময়ে হাতি দুটি হয়তো সেখানে বিচরন করতে  গিয়ে লতাপতায় সাথে জড়ানো বিদূতের তারের বিদ্যূতায়িত হয়ে মারা গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট না পওয়া পর্ষন্ত সঠিক কারণ বলা যাচ্ছে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত