সোমবার রাঙামাটির রাজ বন বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পুর্ণিমা পালিত হয়েছে।উল্লেখ্য, মধু পুর্ণিমার দিনে তথাগত গৌতম বুদ্ধ সাধনারত অবস্থায় এক বানর বুদ্ধকে মধু দান করেন। তাই বৌদ্ধধর্মালম্বীরা অন্য গুরুত্বপুর্ণ পূর্নিমার ন্যায় এই মধু পুর্ণিমাটিও যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন।রাঙামাটির রাজ বন বিহার মাঠে আয়োজিত অনুষ্ঠানে পূন্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান ও ধর্মীয় দেশনা দেন জ্ঞানপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বিহার পরিচালনা কমিটির সিনিয়র সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ।এ ধর্মীয় অনুষ্ঠানে কয়েক হাজার বৌদ্ধ নরনারী অনুষ্ঠানে শরিক হন। মধু পূর্নিমা উপলক্ষে গতকাল সকালের দিকে বুদ্ধা পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘ দান, অষ্টপরিষ্কার দানসহ নানাবিদ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
–হিলবিডি২৪/সিআর.