খাগড়াছড়ির রামগড় উপজেলায় উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক বুধবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগ্রেড ও রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন বিগ্রেডিয়ার জেনারেল মোঃ তেফায়েল আহম্মেদ। রামগড় ১৬ বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ পিএসসি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইঁয়া, রামগড় উপজেলা নিবার্হী অফিসার মোঃ ইকবাল হোসেন, গুইমারা রিজিয়ন ক্যাপ্টেন কামরুজ্জামান, রামগড় এএসপি সার্কেল ইউনুজ আলী মিয়া, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল আলম, পৌরসভার প্যানেল মেয়র সাহাব উদ্দিনসহ উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিকরা । মতবিনিময় সভার শেষে ইফতার পার্টির আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন বিগ্রেডিয়ার জেনারেল মোঃ তেফায়েল আহম্মেদ উপজেলায় সর্বত্র শিক্ষা,সেনিটেশন,কৃষি,মৎস্য,স্বাস্থ্য,পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্বসহ শিশুদের পুষ্টি ও শতভাগ প্রাতিষ্ঠানিক শিক্ষা, সকল সম্প্রদায়ের স্ব স্ব অধিকার ও শান্তি সম্প্রতি উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়ে আগামীর ভবিষ্যৎ উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার জন্য উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সকলের প্রতি আহবান জানান ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.