বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির ২১ বছর পূর্তি উদযাপিত

Published: 02 Jul 2015   Thursday   

বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির আনন্দঘন পরিবেশে কেক কেটে ২১ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

বুধবার শহরের বনরূপাস্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের ২১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি মো: আবু সৈয়দ,সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন,কানু দাশ গুপ্ত,ডা.গঙ্গা মানিক চাকমা,সাধারণ সম্পাদক তাপশ দাশ,সংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম চৌধুরী (মিন্টু),মোঃ খালেদ মাসুদ সহ-সম্পাদক, মোঃ কামাল হোসেন চৌধুরী (ইকবাল),অর্থ সম্পাদক রনজিত কুমার ধর,দপ্তর সম্পাদক মোঃ ইউনুস,সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ামোঃ নঈম উদ্দিন চৌধুরী, তথ্য, প্রচার যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মোঃ হালিম শেখ,কার্যকরী কমিটির সদস্য মোঃ হাফেজ ওমর ফারুক, মোঃ বেলাল হোসে, বিকাশ ধর, মোঃ মাসুদ রানা ও মোঃ ইউসুফ। এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো: আবু সৈয়দ কেক কেটে সবাইকে খাইয়ে দেন। 

সম্প্রতি সমিতির সদস্য ও ক্রিকেট ক্লাবের সিনিয়র সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য নাসের খান সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। অনুষ্ঠানে তার রোগ মুক্তির কামনায় দোয়া আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সমিতির সিনিয়র কার্যকরী সদস্য হাফেজ মোঃ হাফেজ ওমর ফারুক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত