দীঘিনালা ভূমি রক্ষা কমিটির নেতা প্রজ্ঞান জ্যোতি চাকমাকে আটকের নিন্দা ও প্রতিবাদ

Published: 03 Jul 2015   Friday   

দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সহ-সভাপতি প্রজ্ঞান জ্যোতি চাকমাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

শুক্রবার দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য দীপংকর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় অভিযোগ করে বলা হয়, ২ জুলাই সকালে সংগঠনের সহ-সভাপতি প্রজ্ঞান জ্যোতি চাকমা ব্যবসার কাজে বাবুছড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনের একটি দোকানে অবস্থান করছিলেন। এ সময় আইন-শৃংখলা বাহিনীরা সদস্যরা কোন কারণ ছাড়াই তাকে আটক করে নিয়ে যায়। পরে তাকে  থানায় হস্তান্তর করে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়।

প্রেস বার্তায় অবিলম্বে প্রজ্ঞান জ্যোতি চাকমাকে নিঃশর্ত মুক্তি, জনগণের উপর অন্যায় ধরপাকড় ও হয়রানি বন্ধ করা, মিথ্যা মামলা প্রত্যাহার, বিজিবি ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অন্যত্র নির্মাণ এবং উচ্ছদ হওয়া ২১ পরিবারকে তাদের নিজ জমিতে ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত