ভূমি বেদখলের প্রতিবাদে রোববার মানিকছড়িতে আধাবেলা সড়ক অবরোধ ডেকেছে ভূমি রক্ষা কমিটি

Published: 04 Jul 2015   Saturday   

রোববার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আধাবেলা (সকাল ৬টা - দুপুর ১২টা) সড়ক অবরোধ কর্মসূচি ডেকেছে মানিকছড়ি ভূমি রক্ষা কমিটি। মানিকছড়ি উপজেলার বক্রি পাড়া ও মনাদং পাড়ায় সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার মানিকছড়ি ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব রুইসিং প্রু মারমা রানার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।

প্রেস বার্তায় অভিযোগ করে বলা হয়েছে, বক্রি পাড়া ও মনাদং পাড়ায় পাহাড়িদের ভোগ দখলীয় ও বৌদ্ধ মন্দিরের জায়গা সেটলার বাঙালি কর্তৃক জোরপূর্বক বেদখলের প্রতিবাদে শনিবার সকাল সাড়ে ১০টার সময় মানিকছড়ির ধর্মঘর এলাকায় বক্রিপাড়া-মনাদং পাড়া ভূমি রক্ষা কমিটি ও ভিক্ষু সংঘের ব্যানারে আয়োজিত শান্তিপুর্ণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বাধা প্রদান করেছে।

প্রেস বার্তায় অবিলম্বে বক্রিপাড়া ও মনাদং পাড়া এলাকায় ভূমি বেদখল বন্ধ করার দাবি জানিয়ে বলা হয়, সেটলার বাঙালিদের দিয়ে দীর্ঘ যুগযুগ ধরে বসবাস করে আসা পাহাড়িদের জায়গা-জমি জোরপূর্বক বেদখল করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও কোন সহযোগিতা পাওয়া যায়নি। তাই এলাকাবাসীর কঠোর কর্মসূচি ঘোষণা ছাড়া আর কোন উপায় নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত