রাঙামাটি শহরে জুয়া ও মাদক বিরোধী অভিযানে ১১জনকে অর্থদন্ড

Published: 05 Jul 2015   Sunday   

শনিবার রাঙামাটি শহরের বনরুপা এলাকায় জুয়া ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়া খেলারত অবস্থায় দশ জনকে হাতেনাতে আটক এবং মাদক রাখার দায়ে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

জানা গেছে,শহরের বনরুপা এলাকায় জুয়া ও মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  এ.কে.এম. গোলাম মোর্শেদ খান। এসময়  মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং পুলিশ বিভাগের সদস্যরা অভিযানে তাকে সহযোগিতা প্রদান করেন। অভিযানে জুয়া খেলারত অবস্থায় দশ জনকে হাতেনাতে আটক করে সবাইকে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া মাদক রাখার দায়ে আপর একজনকে অর্থদন্ড প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত