মানিকছড়িতে অর্ধ দিবস সড়ক অবরোধে গাড়ী ভাঙচুর, আহত ২

Published: 05 Jul 2015   Sunday   

ভূমি রক্ষা কমিটির ডাকে রোববার খাগড়াছড়ির মানিকছড়িতে অর্ধ দিবস  সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গবামারাস্থ পিছলাতলা এলাকায় অবরোধকারীরা একটি ট্রাক ও  মিনি কাভার ভ্যান ভাংচুর করেছে। এ সময়  চালকসহ ২ জন আহত হয়েছে।

জানা  গেছে, জেলার মানিকছড়ি উপজেলার গচ্ছাবিলের পূর্বপাশে বক্রিপাড়া, মনাধন পাড়া, গবামারা, ওয়াকছড়ি, হাফছড়িতে পাহাড়ীদের পরিত্যক্ত ভূমি জবরদখলের প্রতিবাদে মানিকছড়ি ভূমি রক্ষা কমিটি রোববার অর্ধ দিবস সড়ক অবরোধ  আহ্বান করে। অবরোধ চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গবামারাস্থ পিছলাতলা এলাকায় পিকেটাররা   সারবাহী ট্রাক (নং-চট্টমেট্রো-ট-১১-০৫৫৬) ভাংচুর করে। এ সময় ট্রাক হেলপার মোঃ আবদুল কাদের(৩৭) আহত হয়। পরে একই জায়গায় একটি মিনি কাভার ভ্যান (চট্টমেট্রো-অ-১১-০৫৯১) পিকেটাররা ভাংচুর করলে চালক মোঃ কোরবান আলী(৫০) আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর তাদের চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গাড়ী ভাংচুর ও আহতের ঘটনায় কেউ অভিযোগ না করায় মামলা হয়নি। তবে পরিস্থিতি নিয়স্ত্রণে রাখতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।

এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার গচ্ছাবিলের পূর্বপাশে বক্রিপাড়া, মনাধন পাড়া, গবামারা, ওয়াকছড়ি, হাফছড়িতে পরিত্যক্ত ভূমি জবরদখলকে কেন্দ্র পাহাড়ী-বাঙালীর মধ্যে উত্তেজনার খবর  পেয়ে মানিকছড়ি উপজেলা নিবার্হী অফিসার যুথিকা সরকার,খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সার্কেল এ.এস.পি(রামগড়) মোঃ ইউনুছ আলী মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা ভূমি স্থিতি অবস্থা বজায় রাখা এবং  প্রশাসন নির্দেশ না দেয়া পর্যন্ত পরবর্তী সময়ে ভূমির রেকর্ডপত্র যাচাই-বাচাই পূর্বক মালিকানা নির্ধারণ করার  নির্দেশ দিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত