রোববার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ১কেজি ২ গ্রাম গাঁজাসহ কিকো চাকমা নামের এক ইউপিডিএফ কর্মীকে আটক করেছে সেনা বাহিনীর সদস্যরা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি সেনা জোনের সদস্যরা রোববার বিকালের দিকে আকবরি পাড়া এলাকা থেকে ইউপিডিএফ সদস্য কিকো চাকমাকে(৩০) আটক করে। এসময় কলা বোঝায় একটি মালবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করছিল। আটককালে সেনাবাহিনী কিকো চাকমার নিকট থেকে ১ কেজি ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কিকো চাকমা খাগড়াছড়ি জেলার যৌথ খামার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত অমর সিং চাকমা। আটকের পর তাকে খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সংবাদ মাধ্যমকে ইউপিডিএফে’র প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা ঘটনাটিকে অস্বীকার করে আটক সকল নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তির দাবী জানিয়ে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে হরন করে পার্বত্য এলাকায় বেপরোয়াভাবে স্বৈরাশাসন অব্যাহত রাখা হয়েছে । প্রশাসনের আমলা থেকে সকল আইন-শৃংখলা বাহিনীরা শাস্তিমূলকভাবে খাগড়াছড়িতে আসবেন এবং তার বিপরীতে প্রমোশন হিড়িকের জন্য মেতে উঠবেন ।
খাগড়াছড়ি সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সামসু উদ্দিন ভূইঁয়া আটকে ঘটনা স্বীকার করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজী মামলা দায়ের পর জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.