রোববার রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজার থেকে ২৬ রাউন্ড তাজাগুলিসহ ২জনকে আটক সেনাবাহিনী। আটককৃতরা হলেন মানব জ্যোতি চাকমা ও চিনাময় চাকমা। তাদের বাড়ী কুতুকছড়ি ইউনিয়নের চংড়াছড়ি গ্রামে।
জানা গেছে, রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুকছড়ি সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর রাকিবুল আমীনের নেতৃত্বে কুতুকছড়ি বাজারে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনা সদস্যরা মানব জ্যোতি চাকমার দোকান থেকে ৭ পয়েন্ট ৬ এমএম রাইফেলসের ২৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এসময় মানব জ্যোতি চাকমাকেও আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে পরে চিনাময় চাকমাকে আটক করা হয়। গুলিসহ দু’জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ জাকির হোসেন জানান, সেনাবাহিনীর সদস্যরা কুতুকছড়ি বাজার থেকে কিছু রাইফেলের গুলিসহ ২ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.