পানছড়িতে শাসন রক্ষিত মহাস্থবিরের ৫০তম জন্মদিন পালিত

Published: 05 Sep 2014   Friday   

খাগড়্ছড়ির পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রাক্ষিত মহাস্থবিরের ৫০তম জন্ম দিন শুক্রবার পালিত হয়েছে।তিনি মহাপরিনির্বাণ প্রাপ্ত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম শীষ্য। সকাল ৮ টায় তিনি কেক কেটে কাটেন। জন্মদিন উপলক্ষে বুদ্ধপূজা, সীবলী পূজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান ও হাজার প্রদীপ দান করা হয়। অনুষ্টানে পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রাক্ষিত মহাস্থবির বুদ্ধের অমৃতবানীসহ স্ব-ধর্ম দেশনা দেন। স্বাগতিক বক্তব্য রাখেন পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটির সভাপতি সমীর দত্ত চাকমা।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত