লামা হাসপাতালে ভূল চিকিৎসায় প্রসূতী মায়ের মৃত্যু ॥ উত্তেজিত জনতার হাসপাতাল ঘেরাও

Published: 07 Jul 2015   Tuesday   

বান্দরবানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবেহেলায় ও ভূল চিকিৎসার কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন আত্মীয়-স্বজনরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গৃহ বধু ফারজানা বেগম(২৩) লামা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবে এক কন্যা সন্তান প্রসব করেন। প্রসবের ৩০ মিনিট পরে হাসপাতালে প্রসূতি ফারজানা বেগমের  মুত্যু হয়।

জানা গেছে, লামা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বেলাল এর স্ত্রী সোমবার সন্ধ্যার দিকে ফারজানা বেগম(২৩) এর প্রসব ব্যাথা অনুভব করলে তার মা পারুল আক্তার দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করান। এতে প্রসব ব্যাথা না কমায় রোগীর মা বারবার উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার জন্য জানালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  কতিপয় নার্স নুরুন্নাহার নুরী ও আয়া রাবেয়া বেগম ব্যাক্তিগত কিছু আর্থিক লাভের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসবের জন্য পরামর্শ দেন এবং কোন সমস্যা হবেনা বলে অভয় দেন। এর পর থেকে ধীরে ধীরে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন গাইনী বিভাগ না থাকা সত্ত্বেও শুধুমাত্র অভিজ্ঞতার আলোকে প্রসব করাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে মৃত ফারজানার মা পারুল আক্তার।

এদিকে সোমবার রাত থেকে প্রসবের দেরী দেখে মঙ্গলবার সকাল ১১ টার সময় সিনিয়র চিকিৎসকের পরামর্শ ব্যতীত নার্স নুরুন্নাহার নুরী ব্যবস্থাপনা পত্র না দেখে মনগড়া একটি ইনজেকশন দেন। ইনজেকশন দেয়ার সাথে সাথে ফারজানার নাকে মুখে ফেনা এসে দ্রুত বাচ্ছা প্রসব হয়। প্রসবের আগে ও পরে দেয়া ইনজেকশনের নাম রোগীর ব্যবস্থাপনা পত্রে উল্লেখ নেই বলে স্বীকার কেেছন নার্স নুরুন্নাহার নুরী। বাচ্ছা প্রসবের পরে পরিষ্কারের জন্য আয়া রাবেয়া বেগম সেখানে গেলে রোগীর খিচুনী দেখে আরেকটি ইনজেকশন দেয়ার  সাথে  প্রসূতির মৃত্যু হয়।

 মৃতের পিতা জালাল উদ্দিন অভিযোগ করে বলেন, চিকিৎসকের অবহেলায় তার মেয়ের মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ ও লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম হাসপাতালে উপস্থিত হয়ে তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি দিলে উত্তেজিত জনতা শান্ত হয়।

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.শফিউর রহমান মজুমদার জানিয়েছেন, প্রসূতি সিপিডিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, এ ঘটনায় একজন ম্যাজিষ্টেট সহকারে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে যারা দোষী তাদের আইনের আওতায় আনা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত