কতুকছড়িতে গুলিসহ দুব্যক্তিকে আটকের ঘটনার প্রতিবাদে সংবাদ সন্মেলন

Published: 07 Jul 2015   Tuesday   

রাঙামাটির কতুকছড়ির হাফ বাজার থেকে মিথ্যা ও হয়রানিমুলক নাটক সাজিয়ে গুলিসহ দুব্যক্তিকে আটকের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সংবাদ সন্মেলন করেছে ব্যবসায়ী ও এলাকাবাসীরা। 

সংবাদ সন্মেলনে বক্তারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সম্পুর্ণ পরিকল্পিতিভাবে  মিথ্যা ও হয়রানীমূলক নাটক সাজিয়ে দোকানের একটি কক্ষে গুলির  প্যাকেট রেখে দিয়ে নিরীহ দুব্যক্তিকে আটক করেছে বলে অভিযোগ করে অবিলম্বে আটককৃতদের নিঃশর্তভাবে মুক্তি দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেন। 

কতুকছড়ি ইউপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন কতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কৃঞ্চ বিশ্বাস। এসময় কতুকছড়ি ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য চন্দন চাকমা, কতুকছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি অক্ষয় চন্দ্র চাকমা, সদস্য শান্তি চাকমা,চৌধুরী প্রকাশ বড়–য়া, রীতা চাকমা, চিংকু চাকমা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, গত রোববার নিরাপত্তা বাহিনীর সদস্যরা কতুকছড়ির হাফ বাজারের মানব জ্যোতি চাকমার দোকানে  অতর্কিতে ঘেরাও করে তল্লাশী চালায়। সাপ্তাহিক বাজারের আসা লোকজনদের জোরপূর্বক দোকানের ভেতর বসিয়ে রেখে জনমনের আতংক সৃষ্টি করে। এসময় তল্লাশীর এক পর্যায়ে দোকানের একটি কক্ষে পরিকল্পিতভাবে মিথ্যাভাবে নাটক সাজিয়ে ২৬ রাউন্ড গুলি রেখে দিয়ে দোকানদার মানব জ্যোতি চাকমা ও ক্রেতা বিনিময় চাকমাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।     

উল্লেখ্য, গত রোববার রাঙামাটির সদর উপজেলা কতুকছড়ির হাফ বাজারের একটি দোকানের কক্ষে তল্লাশী চালিয়ে ২৬ রাউন্ড গুলিসহ  দোকানদার মানব জ্যোতি চাকমা ও বিনিময় চাকমাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত