বান্দরবান সুয়ালক এলাকা থেকে এক মোটর সাইকেল চোর চক্রের তিন সদস্যকে সোমবার রাতে চোরাই মোটর সাইকেলসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হল চোর চক্রের প্রধান জহির (২৭) এবং তার সহযোগিরা হল মোঃ নাসির উদ্দীন(১৪) ও মিজান(২২)।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন জানান,মোটর সাইকেল মালিক কামাল পাশার বন্ধু তার কাছ থেকে মোটর সাইকেলটি নিয়ে বন্ধুর স্ত্রীসহ থানছি যায়। এর পর থানছি থেকে বেতন বোনাসসহ তুলে ফিরে আসার সময় রাত ৭টার দিকে সাকুরা ও মিলনছড়ির মধ্যেবর্তি এলাকায় আসলে কয়েকজন মুখোশধারী যুবক তাদের পথ রোধ করে ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে তাদের নিকট থেকে নগদ ৪৪ হাজার টাকা ৪টি মোবাইল সেট এবং মোটর সাইকেলসহ ছিনতাই করে নিয়ে যায়। এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত চালিয়ে সোমবার রাতে সুয়ালক এলাকা থেকে মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের সদস্যদের আটক করে। এসময় চোর চক্রের দুই সদস্য পালিয়ে যায়। তাদেরকে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসংগত বেশ কয়েক বছর ধরে বান্দরবানে চলছিল মোটর সাইকেল চুরির মহোৎসব। এতে মোটর সাইকেল গাড়ীর মালিকে রাতের ঘুম হারাম করে দেয় চোরচক্র।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.