মঙ্গলবার রাঙামাটি শহরের গর্জনতলী গর্জনতলী ও আশেপাশের এলাকার প্রায় ১শত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই।
রাজীব ত্রিপুরা রোলেক্স স্মৃতি মিলনায়তনে শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন ডিজিএফআই-এর রাঙামাটির অধিনায়ক কর্নেল মোঃ এমদাদ উল্লাহ ভুঁইয়া পিএসসি। এ সময় ডিজিএফআই রাঙামাটির সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুল হক, ওয়ারেন্ট অফিসার তৈয়াবির রহমান, কর্পোরাল ইসমাইল, সৈনিক আল এমরান, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত) অমল কান্তি ত্রিপুরা, সাবেক সভাপতি টিটু ত্রিপুরা ও উজ্জ্বল ত্রিপুরা উপস্থিত ছিলেন।
ঈদ বস্ত্র বিতরণকালে ডিজিএফআই-এর রাঙামাটির অধিনায়ক কর্নেল মোহাম্মদ এমদাদ উল্লাহ ভুঁইয়া বলেন, ঈদের দিন নতুন জামা কাপড় পরে খুশি উদযাপন করার বেশীর ভাগ স্বপ্ন থাকে শিশুদের। সেই সকল অসহায় ও দুঃখী মুখগুলোর কথা ভেবে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরও বলেন, মহান আল্লাহ আমাদেরকে ঈদ-এর রহমত সবার সাথে মিলে মিশে খুশি উদযাপনের জন্যই তো দিয়েছেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের ঈদসহ সকল তাৎপর্যপূর্ণ দিনে এ ধরণের সহযোগিতাপূর্ন মনোভাব নিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.