বরকলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Published: 11 Jul 2015   Saturday   

 বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শনিবার বরকলে র‌্যালী ও আলোচনা  সভা  অনুষ্ঠিত হয়েছে।

নারী ও শিশু সবার আগে, বিপদে দূর্যোগে প্রাধান্য পাবে-এ প্রতিপাদ্য বিষয়কে নিয়ে বরকল উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের মিলনায়তন কক্ষে  আলোচনা সভায় সভাপতিত্ব বরেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোধিদত্ত বড়–য়া। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ দেওয়ানজি, বরকল উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা,সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সতীশ শংকর চাকমা,সংসদ সদস্যর প্রতিনিধি উৎপল চাকমাসহ এলাকার গন্যমান্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠে এসে শেষ হলে সভা করা হয়। 

সভায় নারী ও শিশুর যত্ন নেয়া,আইন মেনে বিয়ে,পদ্ধতি জেনে সংসার ও বিশের পরে সন্তান সহ জনসংখ্যা রোধে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা বোধি দত্ত বড়ুয়া।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত