বন্দুকভাঙ্গাতে ইউপিডিএফ সমর্থিত এক গ্রামবাসীকে অপহরণের অভিযোগ

Published: 15 Jul 2015   Wednesday   

রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের  ভুরবান্যা এলাকা  থেকে বুধবার সকালে চেইয়্যা চাকমা এক ব্যক্তি অপহৃত হয়েছে বলে দাবী করেছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করলেও সংগঠনের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সদস্য প্রজিত চাকমা স্বাক্ষরিত এক প্রেস  বার্তায় অভিযোগ করা হয়,  গতকাল বুধবার রাঙামাটির  বন্দুকভাঙা  ইউনিয়নের ভুরবান্যা গ্রামের বাড়ী থেকে  চেইয়্যা চাকমা নামের এক গ্রামবাসীকে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একদল  সশস্ত্র সদস্য তাকে অপহরণ করে নিয়ে যায়।

প্রেস বার্তায়  আরও অভিযোগ করা হয়, সন্তু লারমা নীতি আদর্শচ্যুত হয়ে কেবলমাত্র পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে নিজের গদি রক্ষার স্বার্থে সরকারের পক্ষ হয়ে জাতি ও জনগণের অনিষ্টের জন্য কাজ করে যাচ্ছেন। প্রেস বার্তায় উক্ত অপহরনের ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে  অপহৃত ব্যক্তির  নিঃশর্ত ও অক্ষত অবস্থায় মুক্তির দাবি জানানো হয়েছে।

এদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির  কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এ অপহরনের ঘটনার সাথে তার সংগঠন কোনভাবেই সম্পৃক্ত নয় দাবী করে  বলেন, জনসংহতি সমিতির ভাবমূর্তি নষ্ট  করতে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

   

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত