রাঙামাটি জেলা পরিষদ পক্ষ থেকে শিল্প সহায়ক কেন্দ্রে কম্পিউটার সামগ্রী প্রদান

Published: 16 Jul 2015   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি শিল্প নগরীর দৈনন্দিন অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে কম্পিউটার সামগ্রী প্রদান করা হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রিন্টারসহ একটি কম্পিউটার সেট রাঙামাটি শিল্প সহায়ক কেন্দ্রের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, রাঙামাটি শিল্প সহায়ক কেন্দ্রের সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার ত্রিপুরা এবং ভারপ্রাপ্ত প্রমোশন কর্মকর্তা অসীম কুমার দেওয়ান উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত