রাঙামাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সন্মেলন অনুষ্ঠিত

Published: 17 Jul 2015   Friday   

শুক্রবার রাঙামাটিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় রাষ্ট্রীয় নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায়, ধর্ম যার যার রাষ্ট্র সবার এ শ্লোগানকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা শাখার সন্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি উষাতন তালুকদার। সন্মেলনের উদ্ধোধক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত। সংগঠনের জেলা শাখার সভাপতি বিজয় রতন দে-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শামসুল আরেফিন, রাঙামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথেরো ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তাপস হোড়। । স্বাগত বক্তব্যে রাখেন সন্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক তাপস বড়ুয়া। বক্তব্যে রাখেন সাবেক সিভিল সার্জন ড. সুপ্রিয় বড়ুয়া, ডা, প্রবীর খেয়াং।

আলোচনা সভা শেষে সবাইয়ের সম্মতিক্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার কমিটি গঠন করা হয়। এতে বিজয় রতন দে সভাপতি ও লিটন দেব-কে সাধারন সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচিত করা হয়।

সন্মেলনে বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুসলিম, হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান সবাই কাধে কাধ মিলিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। কিন্তু স্বাধীনতার পরবর্তীতে সময়ে ইসলামকে রাষ্ট্র ধর্ম করায় সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিনত করা হয়েছে। যার কারণে সংখ্যালঘুরা তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হচ্ছে। কোন সংঘাত বা কাউকে বঞ্চিত করে নই সবাই এক সাথে মিলে সোনার বাংলাদেশ গড়ে তোলে সুন্দর ও সম্প্রীতি নিয়ে বসবাস করতে চাই।

বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটাইকে প্রাধান্য দিতে হবে। কোন জাতি বা সম্প্রদায়কে কষ্টে রেখে বৃহৎ জাতি গোষ্ঠী কখনোই শান্তিতে থাকতে পারে না।

সন্মেলনে নেতৃবৃন্দ সংখ্যলঘু সম্প্রদায়ের সম অধিকারের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসার আহ্বানের পাশাপাপাশি ২১ নভেম্বর ঢাকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান  ঐক্য পরিষদের মহা সন্মেলনের  ঘোষনা দেন।
--হিলবিডি২৪/সম্পাদতনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত