খাগড়াছড়ির সদর উপজেলার মাইসছড়ির করল্যাছড়ি এলাকায় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে জাল নোটসহ গ্রেফতার করেছে।
জানা যায়, শুক্রবার দুপরের দিকে গোপণ সংবাদের ভিত্তিতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা খাগড়াছড়ির সদর উপজেলার মাইসছড়ির করল্যাছড়ি এলাকায় অভিযান চালায়। এসময় মিলন চাকমার বাড়ীতে অভিযান চালিয়ে মিহির চাকমা, তনয় চাকমা এবং তার স্ত্রী আখি চাকমাকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে জাল নোট ৩লাখ ৩ হাজার ৫শ টাকার বাংলাদেশী মুদ্রা এবং ৪লাখ ভারতীয় রুপীর জাল নোট উদ্ধার করা হয়।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসু উদ্দীন সত্যতা স্বীকার করে জানান, মাইসছড়ির মিলন চাকমার বাড়িতে অভিযান চালিয়ে জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.