নাইক্ষংছড়ির আশারতলী সীমান্ত এলাকায় ১২ টি স্থল মাইন উদ্ধার

Published: 21 Jul 2015   Tuesday   

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার আশারতলী সীমান্ত থেকে ১২ টি স্থল মাইন উদ্ধার করেছে ৫০ বিজিবি। মঙ্গলবার দুপুরে সীমান্তবর্তী ৪৬ নং পিলার সংলগ্ন এলাকা থেকে এ সব মাইন উদ্ধার করা হয়।

৫০ বিজিবি সুত্রে জানা যায়, মঙ্গলবার আশারতলী বিওপির সুবেদার হাসেম আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় বিভিন্ন জায়গায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় ১২ টি স্থল মাইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত  এসব মাইন আশারতলি বিজিবির বিওপিতে রাখা হয়েছে। ধারনা করা হচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় এ সব স্থল মাইন মাটিতে পুঁতে রেখেছিল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত