টানা বৃষ্টিপাতে শনিবার খাগড়াছড়ির ৯টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাত দেড়টার দিকে এ পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে। এতে কমপক্ষে ৫জন আহত হয়েছে ।
জানা গেছে, টানা বৃষ্টিতে শালবনে ৯ টি বিভিন্ন স্থানে পূর্ব শালবন মুসলিম পিডিপি-পিসির গেইফ-এর এলাকায় পাহাড় ধসে পড়ে ৩ জন আহত হয়েছে । আহতরা হলেন আক্তার হোসেন(২৫), মুন্নি আক্তার(১৭), কাউসার মিয়া(৯) । গুরুত্বতর অবস্থায় আক্তার হোসেন(২৫), মুন্নি আক্তার(১৭) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এতে প্রায় সাত লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে ।
বাড়ি মালিক মোঃ মুসলিম উদ্দিন জানান, দুদিনের বৃষ্টির কারণে শনিবার ভোররাতে পাহাড় ধসে পড়ে পরিবারের তিন জন আহত হয়।
অপরদিকে পশ্চিম শালবন হরিনাথ পাড়ায় পাহাড় ধসে ২ জন আহত হয়েছে । আহতরা হলেন- মোসাম্মদ বিলকিস বেগম(২৮), আসা আক্তার মিয়া(৯) । এতে প্রায় তিন লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর পর পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইজ উদ্দিন,৬ নং ওর্য়াডের কাউন্সিলর ইসলাম উদ্দিন, ৬ নং মহিলা কাউন্সিলর রাসেদ আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খাগড়াছড়ি জেলা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান জানান, ক্ষতিগ্রস্থ এলাকার পরিদর্শন করার পর পুর্ণাঙ্গ একটি তালিকা করে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণ দেয়া হবে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.