রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান রবীন্দ্র লাল চাকমার সহধর্মীনির পরলোক গমন

Published: 25 Jul 2015   Saturday   

রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস রবীন্দ্র লাল চাকমার সহধর্মীনি শ্রীমতি ময়ূরী বালা চাকমা আর নেই। শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টায় রাঙামাটি সরকারী জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শ্বাসকষ্ট রোগে (এজমা) আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১বঃসর। তিনি স্বামী, ১ ছেলে ১ মেয়ে ৩ নাতনি’সহ অসংখ্যা আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পারিবারিক শশ্মানে তার দাহ ক্রিয়া সম্পন্ন হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত