দীঘিনালা ও রামগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ৩

Published: 25 Jul 2015   Saturday   

খাগড়াছড়ির দীঘিনালা ও রামগড় উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ ৩ জন নিহত হয়েছে।

জানা যায়, শুক্রবার ভোরে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে পরিবারে রোগী দেখে বাঘাইহাট উদ্দেশ্যে বাড়ী ফেরার পথে দীঘিনালা-বাঘাইহাট সড়কে ১নং নেন্সী বাজার মোড় কদমতলী এলাকায় চলন্ত মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে সুভাষ কান্তি চাকমার স্ত্রী রতিবালা চাকমা(৬২) আহত হন। পরে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।
অপরদিকে রামগড় উপজেলা-করেরহাট সড়কের গার্ডের দোকান এলাকায় বৃহ®পতিবার বিকালে যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন সেনা সদস্য দিদারুল আলম(২৭) ও সুজন(২২)। এর মধ্যে নিহত সেনা সদস্য দিদারুল আলমকে গুইমারা সেনানিবাসের হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় সেখানে মৃত্যুবরণ করেন। এরা দুজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর জশপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত নোমান(২০) একই গ্রামের বাসিন্দা। নিহত সেনা সদস্য বগুড়ার জাহাঙ্গীরাবাদস্থ ১নং ফিল্ড আর্টিলারী ইউনিটের কর্মস্থল থেকে ঈদের ছুটিতে ছাগলনাইয়ার নিজ বাড়িতে এসেছিলেন।

সূত্র জানায়,বৃহস্পিতবার তিন বন্ধু মিলে ছাগলনাইয়া থেকে একটি মোটরসাইকেলযোগে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন স্পট ভ্রমণ করতে আসেন। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বিকালে রামগড় করেরহাট সড়কের গার্ডের দোকান এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহি বাসের সাথে তাদের চলন্ত মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মানিক চন্দ্র শীল জানান, দিদার ও সুজন দুজনেরই মাথা ফেটে মগজ বেরিয়ে গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত