খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাক এলাকা থেকে শনিবার গভীর রাতে মোঃ মাহবুব আলম(৫০) নামের একটি দেশে তৈরী এলজি ও দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গুইমারা সাব-জোনের সার্জেন্ট মোঃ আব্দুল হক-এর নেতৃত্বে গুইমারা উপজেলা বড়পিলা এলাকায় অভিযানন পরিচালনা করা হয়। এ সময় এলাকার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী মাহবুব আলমকে বড়পিলাকে তার বাড়ি থেকে একটি দেশে তৈরী এলজি ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়। উদ্ধারকৃত এলজি ও ২রাউন্ড গুলি ঘরের সিলিং ফ্যানের মধ্যে লুকানো ছিল। এ ব্যাপারে গুইমারা থানায় দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র আইনে তার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.