টানা বর্ষনে খাগড়াছড়িতে জনজীবন বিপর্যস্ত

Published: 26 Jul 2015   Sunday   

টানা বর্ষনে খাগড়াছড়িতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বর্ষনের কারণে রোববার রাঙামাটি-খাগড়াছড়ি-মহালছড়ি চোংড়াছড়িতে সড়কে সেতু পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া  মানিকছড়ির জামতলা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম প্রধান সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় তিন ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়ে যায় ।

জানা গেছে, গত কয়েক দিনে ভারী বর্ষনের কারণে খাগড়াছড়ি  জেলার জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে।  জরুরী কাজ ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।

জানা গেছে, ভারী বর্ষনের কারণে রোববার রাঙামাটি-খাগড়াছড়ি-মহালছড়ি চোংড়াছড়িতে সড়কের সেতু পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে।

মহালছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চোংড়াছড়ি এলাকায় সরকারী প্রাইমারী স্কুলের পাশে ব্রীজটি পাহাড়ী ঢলে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে । তবে বৃষ্টি থেমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠবে ।  

এদিকে, টানা বর্ষনে মানিকছড়ি উপজেলার আর্মি ক্যাম্পের নিচে ইংলিশ স্কুল সংলগ্ন জামতলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে পাহাড় ধসে রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে রাস্তার দুপাশে আটকা পড়ে শতশত যানবাহন। ভোগান্তিতে পড়তে হয়েছে কাঁচা তরকারি বহনকারী চাঁদের গাড়িসহ দূর পাল্লার যাত্রীরা। টানা বর্ষণের ফলে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার পর্যন্ত মানিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। পরে সকলের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে টানা বর্ষন অব্যাহত থাকলে জেলার সড়ক যোগাযোগ বন্ধসহ পাহাড়ের ধসের আশংকা  রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত