সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ জেলার প্রান্তিক জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, স্ব স্ব বিভাগের সমস্যা গুলোকে চিহ্নিত করে সভায় তুলে ধরে আলোচনার মাধ্যমে সমাধান করে এ জেলার উন্নয়ন আরও বৃদ্ধি করা সম্ভব । তিনি আরও বলেন, এ জেলায় বসবাসরত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন এবং কল্যাণে কাজ করতে হবে। জেনারেল হাসপাতালের পরিবেশ সুস্থ ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেন। তিনি পরিষদে হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের সুষ্ঠুভাবে দাপ্তরিক কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা ষবায় অবগত করে বলেন, এবারের ঈদে দেশী-বিদেশী পর্যটকদের পদচারণায় পর্যটন হলিডে কমপ্লেক্স মুখরিত ছিল। রাজস্ব আয় ভালো হয়েছে। এসময় তিনি চেয়ারম্যানের হাতে একটি প্রিভিলেজ কার্ড তুলে দেন। যেটির মাধ্যমে পর্যটন মন্ত্রণালয়ের অধীন দেশের সবগুলো পর্যটন আবাসিক হোটেল ও মোটেলে ২৫% ভাগ ডিসকাউন্ট পাওয়া যাবে।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা জানান, জেলার মোট ২২৪টি অকেজো রিং ওয়েলের তালিকা করা হয়েছে এবং মেরামতের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য পরিষদে উপস্থাপন করা হয়েছে। এছাড়া পৌর এলাকার যে সমস্ত জায়গায় পানি লিকেজ রয়েছে সে সমস্ত লিকেজ মেরামত কাজ চলছে। কৃষি বিভাগের কর্মকর্তা জানান, পূর্বাঞ্চলীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বর্তমানে ২১০টি প্লট প্রদর্শনী চলছে। এবছর রাঙ্গামাটি জেলায় ১০ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বলেন, টিকাদান, চিকিৎসা কার্যক্রম চলছে। এছাড়া ভেড়া পালনের উপর জেলার ১৪০জন খামারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত খামারীদের স্বল্পমূল্যে ভেড়া প্রদান করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.