২৯ জুলাই রাঙামাটিতে হাট বাজার বর্জন কর্মসূচীর প্রতিবাদ ও নিন্দা দুই সংগঠনের

Published: 27 Jul 2015   Monday   

পার্বত্য চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ  ঘোষনার দাবীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকা ২৯ জুলাই রাঙামাটি  জেলায় সকল হাট-বাজার বর্জন কর্মসূচির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী  ছাত্র পরিষদ।

সোমবার পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. আতিকুর ইসলামের স্বাক্ষরিত এক  প্রেস বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রেস বার্তায় বলা হয়, খন পার্বত্য চট্টগ্রামে পূর্বের তুলনায় অনেক বেশী স্থিতিশীল ও শান্ত পরিবেশ বিরাজ করছে এবং সরকার পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নিচ্ছে ঠিক সে সময় পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং অশান্ত করার হীন চক্রান্তে জনসংহতি সমিতি ২৯ জুলাই রাঙামাটি জেলায় হাটবাজার বর্জন কর্মসূচী প্রদান করেছে।  এ কর্মসূচি জনসংহতি সমিতি সরকার ও পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যেখানে সরকার চ্যালেঞ্জের মুখে রাঙামাটি মেডিকেল কলেজ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সেখানে জনসংহতি সমিতির এহেন কর্মসূচী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল ও পাহাড়ি বাঙালির মাঝে অবিশ্বাস, দাঙ্গা-হাঙ্গামা লাগানোর উস্কানি দিচ্ছে বলেপ্রেস বার্তায় অভিযোগ করা হয়েছে। 

প্রেস বার্তায় জনসংহতি সমিতির চক্রান্তমূলক কর্মসূচীকে বয়কট করে তাদের চক্রান্তকে নস্যাত করার জন্য পার্বত্য চট্টগ্রামের আপামর সাধারণ জনগনকে আহবান জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত