কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে দীপংকর তালুকদার

Published: 27 Jul 2015   Monday   

সোমবার রাঙামাটির কাপ্তাই উপজেলার টানা বর্ষনে বিভিন্ন স্থানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এসময়  তিনি ক্ষতিগ্রস্থ এলাকার দূর্গত মানুষদের পাশে দাড়ানোর জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ প্রশাসনের সকলকে অনুরোধ জানান। 

টানা বর্ষনের ফলে কাপ্তাই উপজেলায় বিভিন্ন স্থানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ  লোকজনদের সাথে বলেন সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক থোয়াইচিং মং মারমা,রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা,রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী  কমিশনার(ভূমি),কাপ্তাই উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ,আওয়ামলীগ নেতা মোঃ ইব্রাহিম খলিলসহ উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

দীপংকর তালুকদার আরও বলেন, আওয়ামীলীগ সবসময় সাধারন মানুষের পাশে ছিল এবং থাকবে। তিনি ক্ষতিগ্রসস্থ মানুষদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সবরকমের সহায়তার আশ্বাস প্রদান করেন।  

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বর্ষণে কাপ্তাই উপজেলার লগগেইট এলাকা,বড়ইছড়ি বাজার,বারঘোনিয়া,মিতিঙ্গাছড়ি,নোয়াপাড়াসহ বিভিন্ন পাহাড়ী এলাকায় ধসের সৃষ্ঠি হয়। এতে উপজেলার কয়েকশত পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এরমধ্যে থেকে ঝুঁকিপুর্ন এলাকায় বসবাসরত প্রায় ৩২পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ স্থানে সড়িয়ে আনার ব্যবস্থা করা হয়। ঝুঁকিপুর্ন এলাকা নিয়ে আসা পরিবারগুলোকে রাঙামাটি জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত