রাঙামাটিতে জনসংহতি সমিতির ডাকে সকাল-সন্ধ্যা হাট-বাজার বর্জন কর্মসূচি চলছে

Published: 29 Jul 2015   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে বুধবার সকাল থেকে রাঙামাটি জেলায় হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি চলছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্ষন্ত এ বর্জন কর্মসূচি ডাকা হয়।

জানা যায়, বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে রাঙামাটি শহরের সকল প্রকার হাট-বাজার ও দোকানপাট দোকানপাট বন্ধ রয়েছে। বুধবার রাঙামাটি শহরে অন্যতম বানিজিক্য কেন্দ্র বনরুপা বাজারসহ কলেজ গেইট, রিজার্ভ বাজার, তবলছড়ি বাজারে হাটের দিন থাকলেও কোন কোন পাহাড়ি কেনা-বেচা করতে বাজারে আসতে দেখা যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ বাজারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট (সকাল ৯টা)  লেখা পর্ষন্ত শান্তিপূর্নভাবে বাজার বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। 

উল্লেখ্য, গত বছর ২৯ নভেম্বর ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭তম বর্ষ পূর্তির সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা চুক্তি বাস্তবায়নের দাবীতে সরকার রোড ম্যাপ ঘোষনা না করলে ১ মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষনা দেন। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ বর্জন কর্মসূচি পালিত হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত