রাঙামাটিতে শান্তিপুর্নভাবে সকাল-সন্ধ্যা হাটবাজার ও দোকানপাট বর্জন কর্মসূচি পালিত

Published: 29 Jul 2015   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে বুধবার রাঙামাটিতে শান্তিপুর্ণভাবে সকাল-সন্ধ্যা হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি পালিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আহ্বান করা হয়। 

জানা গেছে, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ডাকে শান্তিপুর্ণভাবে সকাল-সন্ধ্যা হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি পালনকালে রাঙামাটি জেলায় সকল ধরনের দোকানপাট বন্ধ ছিল। বুধবার শহরের বনরুপাসহ কয়েকটি স্থানে সাপ্তাহিক বাজার থাকলেও ক্রেতা-বিক্রেতা দেখা যায়নি। এছাড়া শহরে এ কর্মসূচি চলাকালে স্থানীয়ভাবে সীমিতভাবে গণ পরিবহন চলাচল করেছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ করা হয়েছিল। এ কর্মসুচি চলাকালে জেলার ৯টি উপজেলায় শান্তিপুর্নভাবে হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি পালিত হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক নগেন্দ্র চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আহুত রাঙ্গামাটি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা পর্যন্ত সকল হাট-বাজার বর্জনের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় জেলার পাহাড়ি-বাঙালি জনগণসহ ব্যবসায়ী সমাজ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট প্রশাসন, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। প্রেস বার্তায় দাবী করা হয়েছে কায়েমী স্বার্থবাদী একটি মহলের অব্যাহত সাম্প্রদায়িক উস্কানি ও ষড়যন্ত্র সত্ত্বেও সম্প্রদায় নির্বিশেষে জনগণের স্বতস্ফূর্ত সমর্থন ও সহযোগিতায় জেলার সর্বত্র সর্বাত্মকভাবে এ হাটবাজার বর্জন কর্মসূচি পালিত হয়েছে। ব্যবসায়ী ও দোকানদাররা স্বতস্ফূর্তভাবে হাটেবাজারে ও অলিতে-গলিতে দোকানপাট বন্ধ রাখেন এবং আপামর জনগণ সকল প্রকার কেনাবেচা থেকে বিরত থাকেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, সকাল-সন্ধ্যা হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি চলাকালে জেলার কোথাও কোন প্রকার গন্ডগোলের খবরা-খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গেল বছর ২৯ নভেম্বর ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৭তম বর্ষ পূর্তির সংবাদ সম্মেলনে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা চুক্তি বাস্তবায়নের দাবীতে রোড ম্যাপ কর্মসূচি ঘোষনার জন্য সরকারদে ৩০ এপ্রিল পর্ষন্ত সময় বেধে দেন। তা না করলে ১ মে থেকে অসহযোগ আন্দোলনের ঘোষনা শুরু করা হবে। এই ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হাট-বাজার ও দোকানপাট বর্জনের কর্মসূচি পালিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত