বরকলে জনসংহতি সমিতির হাট বাজার বর্জন কর্মসূচি পালন

Published: 29 Jul 2015   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অসহযোগ আন্দোলনের ঘোষিত বাজার বর্জন কর্মসূচি বুধবার বরকল উপজেলায় শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।

 সকাল থেকে উপজেলা সদরের বাজার থেকে শুরু করে ইউনিয়নে গ্রামে ও অলিতে গলিতে অবস্থিত হাট বাজারে লোকজনের উপস্থিতি না থাকায় সমস্ত দোকান পাত বন্ধ ছিল। বাজারে পুলিশ ও বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল ছিল। বুধবার বরকল উপজেলা সদরের বাজারের হাটবার থাকলেও হাট বাজার বর্জন কর্মসূচি থাকায় কোন ক্রেতা বিক্রেতার উপস্থিতি না থাকায় কোন মালামাল বেচা কেনা হয়নি।

 দোকান বর্জন কর্মসুচি হলেও নদীপথে দুর পাল্লার তেমন কোন যানবাহন চলাচল করেনি। শুধু মাত্র দু একটি যাত্রীবাহি লঞ্চ চলাচল ছাড়া অন্য কোন দেশীয় ট্রলার বোট ও স্টীমার চলাচল করেনি। যাত্রীবাহি লঞ্চে যাত্রীর উপস্থিতি ও ছিল একবারে কম বলে থানা জনসংহতি সমিতি সহ বিভিন্ন সূত্রে জানা গেছে।

বরকল বাজারের মাছরাঙা হোটেলের মালিক মোঃ ওয়াসিম ও কামাল জানান, বরকল বাজারে সপ্তাহে শনিবার ও বুধবার দুবার হাট বসে। তবে বুধবারে বেশী জনসমাগম হয় আর ঐ এক দিনে ২০ থেকে ৩০ হাজার টাকার বেচা হয়। লাভও মোটামুটি হয়। কিন্তু এ বুধবারে বাজার বন্ধ থাকায় লোকসান গুনতে হবে। বাজারের মুদি দোকানদার মোঃ জাফর ও আবু বক্কর জানান- বাজারে লোকজন না আসায় দোকানপাত বন্ধ রেখেছি। একদিন বাজার বন্ধ থাকায় আমাদের অনেক ক্ষতি হয়েছে।

হাটবাজার বর্জন কর্মসূচির ব্যাপারে জনসংহতি সমিতি বরকল থানা শাখার সভাপতি উৎপল চাকমা জানান, কেন্দ্র ও জেলা ঘোষিত কর্মসূচি শাšি পূর্ণভাবে পালন করা হয়েছে। এতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামীতে কোন কর্মসূচি থাকলে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে পালন করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত